স্টাফ রিপোর্টার:-
এস, এস, সি সমমানের পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় পরিবারের সাথে অভিমান করে মাহবুব হাসান (১৬) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান বাজার এলাকার আজিজ ব্যাপারীর ছেলে। গত ১২ মে এস, এস, সি পরিক্ষা ফল প্রকাশে পর অকৃতকার্য হওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিল। গত কাল সোমবার সকাল ১০ টার দিকে ফাউগান বাজারের পাশে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে কয়েকজন গ্রামবাসী তাকে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
অজ্ঞাত লাশের তৎক্ষনিক পরিচয় না মেলায় হাসপাতালের মর্গে রাখা হয়। এই খবর পুলিশ ও স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ধারন করে পোস্ট করার ১দিন পর তার পরিবারের সন্ধান পাওয়া যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবার লাশ সনাক্ত করলেও নিতে আসেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.