সংবাদ শিরোনাম :
এসএসসির পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষক তাসলিমা খাতুন গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন,খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
সোমবার (২১শে এপ্রিল) দুপুরে গণিত পরীক্ষার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কালিগঞ্জ উপজেলার সন্মুখে সুইচগেটের পাশের সড়কে ব্যাটারি ভ্যান উল্টে যেয়ে দুর্ঘটনার শিকার হন শিক্ষক তাসলিমা খাতুন। দুর্ঘটনার পরে তার পায়ে পনেরোটি সেলাই দিতে হয়েছে।
স্থানীয়রা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। এবং পরিবারের সদস্যদের খবর দেন। চিকিৎসা শেষে তার পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে আসেন।
তাসলিমা খাতুন পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। তিনি শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আতাউর রহমানের স্ত্রী।