নিজেস্ব প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামে ঘটেছে ঘটনাটি।রাজাপুর জামতলার গোলাম রসূলের নাতি সোহেল রানা ডাক নাম বিপ্লব এবং একই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মোছাঃ বর্ষা খাতুন দু'জনে দীর্ঘদিন প্রেমে জড়িত থেকে গতকাল ১০ এপ্রিল ২৫' ইং,তারিখে কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিন্তু তাদের এই নবদম্পতির সম্পর্ক ২ দিনেই ছিন্ন হতে চলেছে সামাজিক জটিলতার প্যাচে। বিষয়টি কেন্দ্র করে ঐ এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।সোহেলা রানা থেকে জানতে চাইলে তিনি বলেছেন আমরা দীর্ঘদিন প্রেম করতাম।গত কয়েক মাস যাবৎ তার প্রেমিকা বিবাহের জন্য চাপসৃষ্টি করছে সুইসাইড করবে বিয়ে না করলে তাই সোহেল রানা গতকাল তাকে বিবাহ করেছে এবং তাদের সম্পর্কের পূর্ণতা দিয়েছেন বিবাহের মাধ্যমে।তাদের এই বিবাহ জীবন এখন কাল হয়ে দাড়িয়ে আছে সমাজের কিছু প্রভাবশালী ও তার চাচা জহিরুলের কারণে।মোছাঃ বর্ষা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান তার চাচা জহিরুল নাকি অনেক মারধর করেছে সোহেলকে ছেড়ে বাড়ী যাওয়ার জন্য।মারধরের ব্যাপারটি আরো নিশ্চিত করেছে এলাকাবাসী।
বর্তমানে মেয়েটি একই এলাকার আরেক প্রতিবেশীর বাড়ীতে নিরাপদ হেফাজতে আছে।
সকলের কাছে নবদম্পতির আবেদন তাদের এই বিবাহিত জীবন যেন নস্ট না হয় এলাকার প্রভাবশালীর সামাজিক প্যাচের কারনে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.