নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
দুই কোরিয়ার মধ্যে আরও তীব্র হচ্ছে ‘বেলুন যুদ্ধ’। এবার দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠানো হয়েছে উত্তর কোরিয়ায়। যাতে ছিলো কে-পপ মিউজক ও ড্রামা। বৃহস্পতিবার (৬ জুন) এসব বেলুন পাঠানো হয়েছে দেশটিতে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
বেলুনে আরও ছিলো পিয়ংইয়ং বিরোধী লিফলেট। মূলত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত কিম জং উন বিরোধী উত্তর কোরিয়ার নাগরিকরা পাঠিয়েছে এসব বেলুন। তারা বলেছে, তারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনের সমালোচনামূলক ২ লক্ষ লিফলেট ভর্তি ১০টি বড় বেলুন পাঠিয়েছে।
সম্প্রতি, বেলুন নিয়ে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। দুই দফায় দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় বিপুল সংখ্যক মলমূত্র ও আবর্জনাভর্তি বেলুন পাঠায় পিয়ংইয়ং। এর আগে, দেশটির বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তোলে কিম জং উনের দেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.