এখানে অবিরাম

- আপডেট সময় : ০৮:৩৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

এখানে অবিরাম
(উৎসর্গবন্ধু তৌফিকুর রহমান তাহেরকে)
-চৌধুরী মজিবুর রহমান
এখানে অবিরাম ঘনিয়ে আসছে শুধু নিরেট অন্ধকার
অন্ধকারের পরতে পরতে সভ্যতার লেবাস পরিহিত-
লোভাক্ত শকুনের অবাধ খামছা খামছি-
ক্ষত-বিক্ষত উর্বর ভূমি
এখানে অবিরাম মুখ থুবরে কাঁদে জোৎস্নার মলিন মুখ
কান্নার আর্তিতে ভেসে ওঠে বেঁচে থাকার নিতান্ত আবেদন
অনুপমার নিখুঁত পাঁজরে আত্ম সুখে উৎসব করে
এক ঝাঁক বেল্লালাপনার কপট মুখ
হিংস্র প্রয়াসে আঁচড়ে ধরে নিপুন মানচিত্র ।
এখানে অবিরাম দেখি নিষিদ্ধ জলে
অবাধ গাত্রস্নান করে ওঠা মানুষগুলো
নিকষ নগ্নতার সাথে মিশে থাকে নিবিড় আলিঙ্গনে
অথচ তারাই হয়ে ওঠে শ্রেষ্ঠত্বে দাবিদার ।
এখানে বদ হাওয়ার উত্তাল প্রবাহে
নিরবে ঝরে কত সুগন্ধি ফুলের মসৃণ পাপড়ি
ঝিমিয়ে ঝিমিয়ে নিভৃত্বে কত প্রজাপতি দল,
এখানে অবিরাম প্রগলভ হিমবায়ুর প্রবাহে
খোঁকরিয়ে পড়েছ কত শত সুফলা বৃক্ষ লতা তৃণ,
সূর্য প্রসবা সকালেও ব্যর্থ আলোর ঝলকানি ছিটাতে।
এখানে আজও পর্যন্ত কোন সফল মিছিল হতে দেখিনি
একমুঠো আলোর দাবিতে
এখানে আজও পর্যন্ত কোন সমাবেশ হতে দেখিনি
সহানুভূতি শান্তির প্রস্তাবে।
অথচ এখানে অবিরাম মিছিলে মিটিং এ
মুখরিত থাকে ব্যস্ত রাজপথ,মঠ
এবং অগণিত কনফারেন্স রুম।
চৌধুরী মজিবুর রহমান আজ আর বেঁচে নেই।রয়েগেল কবিতার একগুচ্ছ পান্ডুলিপি–
তৌফিকুর রহমান তাহের।
সুনামগঞ্জ দিরাই,শাল্লা প্রতিনিধি: