মুসফিকুর রহমান কাজল, ক্রাইম রিপোর্টার, ঝিনাইদহঃ
দরজায় কড়া নাড়ছে বৈশাখ। পুরোনোকে বিদায় জানিয়ে আসছে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ।
এবার ঈদ আর পহেলা বৈশাখের ছুটি পড়েছে পাশাপাশি। সারা দেশে তাই উৎসবের আমেজে চলছে বাঙালির প্রাণের উৎসবের প্রস্তুতি। তিন দশক পর যশোরে ফিরছে বৈশাখি মেলা। আগামীকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনে যশোর টাউনহল মাঠে এই মেলার উদ্বোধন হবে। দশ দিনব্যাপী মেলায় গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। মেলা শুরুর আগেই টাউনহল মাঠে শুরু হয়ে গেছে ভ্রাতৃত্বের মেলবন্ধন। এদিকে, সংস্কৃতির রাজধানী খ্যাত যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে বর্ষ বিদায় ও বরণে নিয়েছে বর্ণাঢ্য প্রস্তুতি। একেবারে শেষ মুহূর্তে এসে সংগঠনে সংগঠনে চলছে মহড়া আর আনুষঙ্গিক গোছগাছ।
জেনে নেওয়া যাক যশোরে বর্ষ বরণ ও বিদায়ে কারা কোথায় অনুষ্ঠান আয়োজন করেছে
উদীচী যশোর : পহেলা বৈশাখের সকাল ৬.৩১ মিনিটে পৌরপার্কে
বিবর্তন যশোর ও সুরধুনী সংগীত নিকেতন : সকাল ৬.০০ ও বিকেল : ৪.৩০ মিনিটে নবকিশলয় স্কুল মাঠে
পুনশ্চ যশোর : বর্ষবিদায় ৩০ চৈত্র বিকাল ৫.৩০ মিনিটে টাউনহল মাঠে ও পহেলা বৈশাখে সকাল ৬.৩০ টায় মুসলিম একাডেমী মাঠে
সুরবিতান সংগীত একাডেমি : সকাল ৬.৩০ মিনিট ও বিকাল ৫ টায় টাউন হল ময়দান
চাঁদেরহাট যশোর : সকাল ৬.৩০ ও বিকাল ৪.৩০ মিনিটে কালেক্টরেট চত্বর
ভৈরব যশোর : দুপুর ৩ টা০১ মিনিটে পৌরপার্ক
থিয়েটার ক্যানভাস ও রূপকার নাট্যগোষ্ঠী : সকাল ৬.৩০ মিনিট ও বিকাল ৪-৩০ মিনিটে ভৈরব পার্ক
স্পন্দন যশোর : ১লা বৈশাখ সকাল ৭-১৫ মিনিটে নিজস্ব কার্যালয়ে বর্ষবরন আয়োজন ২ বৈশাখ বিকাল ৫.০০ চিত্রামোড় বৈশাখী অনুষ্ঠান।
নৃত্যবিতান, যশোর : ২ বৈশাখ বিকাল ৫.০০, টাউনহল মাঠে।
তির্যক যশোর : ১ লা বৈশাখে বিকাল ৪-৩০ মিনিটে আব্দুর রাজ্জাক কলেজের মাঠে
উৎকর্ষ যশোর : ৩ বৈশাখ বিকাল ৬টায় টাউন হল ময়দান চারুপীঠ : চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান ৩০ চৈত্র বিকাল ৫ টা চারুপীঠ প্রাঙ্গন। সপ্তসুর যশোর : ১ লা বৈশাখে প্রভাতী অনুষ্ঠান সকাল ৭ টা নিজস্ব কার্যালয়ে এবং ৬ বৈশাখ বিকাল ৫ টায় নড়াইল রোডস্থ কামাল মটরস মাঠে বৈশাখী অনুষ্ঠান। শিল্পাঙ্গন যশোর ৬ -৩০ মিনিটে বর্ষবরন অনুষ্ঠান নিজস্ব কার্যালয়ে। বিদ্রহী সাহিত্য পরিষদ ৬ বৈশাখ বিকাল ৪ টায় নিজস্ব কার্যালয়ে বৈশাখের অনুষ্ঠান করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.