বসন্তকালীন সাহিত্য উৎসবের উদ্বোধনে ড. সৌমিত্র সহিত শব্দ হতে সাহিত্য এসেছে। সুতরাং একে অন্যের সাথে সম্মিলন ঘটানোই সাহিত্যের কাজ। দূর-দূরান্ত থেকে কবি-সাহিত্যকগণ মিলিত হয়েছেন প্রাণের টানে। নেত্রকোনা সাহিত্য সমাজ আজ এই কাজটি করেছে চমৎকারভাবে। বসন্তের প্রথম দিন বর্ণিল সাজে সেজেছে নিসর্গ। আর একইসাথে সব বয়সী মানুষ আজ সেজেছে প্রকৃতির সাজে বলে উল্লেখ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বুধবার ময়মনসিংহের নেত্রকোনায় সাধারণ গ্রন্থাগার ভবন প্রাঙ্গণে নেত্রকোনা সাহিত্য সমাজ কর্তৃক আয়োজিত ২৭ তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধমকালে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে স্যার।
অনুঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে স্যার বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ বসন্তের প্রথম দিন, সরস্বতী পূজা, বিশ্ব ভালোবাসা দিবস এবং একইসাথে ১৯৮৩ সালের এই দিনে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে এরশাদ সরকারের পতনের লক্ষ্যে শিক্ষাভবন ঘেরাও করা হয়েছিল।
এর আগে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
এরপরই শুরু হয় গান ও নৃত্যের মধ্য দিয়ে বসন্ত বরণের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। খোঁপায় হলুদ গাঁদা পরে বিভিন্ন রঙের পোশাক পরে কচি-কাঁচারা রং ছড়িয়ে দিয়ে প্রকৃতির সাথে মিশে যায়।
অনুষ্ঠান প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার ও গ্রন্থাগার প্রাঙ্গণে বিভিন্ন স্টলও ঘুরে দেখেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
অনুষ্ঠানে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয় কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খানকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.