একটি স্বপ্নের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৫৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:-
*ঈদে বাবা থেকে নতুন জামা কিনবে বলে বেড়াতে আসায় গলা কেটে হত্যা করলো সৎ মা বাঁচ্চাটিতে।*
ছোট্ট শিশুটির নাম জোনাকি। তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। বাবা শাহীন তরফদারের সাথে মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। পরে শিশুটির মা কোহিনুর তুরস্কে চলে যান কাজের সন্ধানে। জোনাকির এক ভাই তিন বোনের সংসার দেখাশোনা করেন বেনাপোলের পোড়াবাড়ি গ্রামের দাদী সুফিয়া বেগম। জোনাকির বাবা শাহীন সরদার আবার বিয়ে করেন যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার নার্গিস বেগম নামের এক নারীকে। ঈদের আগে জোনাকি এসেছিলেন বাবার কাছে। চিন্তা করেছিলেন বাবা ঈদের আগে পোশাক কিনে দেবেন। কিন্তু সৎ মা নার্গিস তাকে হত্যা করে পাশের পুকুরে ফেলে রাখে। আজ মরাদেহ পাওয়া যায়। জোনাকির ভাই তাওহিদ হোসেন চয়ন বলেন, বছর পাঁচেক আগে আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎমা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। গত পাঁচদিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে বাবার রেলগেটের বাসায় বেড়াতে আসে। সোমবার সকাল দশটা থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করি। আজ মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে বোনের লাশ উদ্ধার