একটি সাহায্যের আবেদন
- আপডেট সময় : ১২:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

অত্যান্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ছবিতে যে ব্যাক্তিকে দেখছেন, তার নাম ইসরাফিল। তিনি বর্তমান যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের অন্তর্ভুক্ত কিসমত রাজাপুর গ্রামের বাসিন্দা। ৮ বছর আগে বন্যায় সর্বহারা হয়ে তিনি তার দূরসম্পর্কের আত্মীয়ের দেওয়া এই আশ্রয়ে ছিলেন। তিনি ভ্যান চালিয়ে কোনো রকমে দিন এনে দিন খেতেন। এমন অবস্থায় ভ্যানটিই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু গত ৫ তারিখে তার ভ্যানটি চুরি হয়ে যায়। তিনি অত্যন্ত অসহায় একজন ব্যাক্তি।
এছাড়াও তাকে প্রতি সপ্তাহে ৭০০ টাকা করে কিস্তি দিতে হয়। এমন অবস্থায় তার চলার কোনো গতি নেই। তাদের দিন এনে দিন খাওয়ায় ঘরে পর্যাপ্ত চালও নেই। এলাকাবাসীর সাহায্যে তারা কিছু বাজার পেয়ে কোনো রকম চলছে। তিনি সকলের কাছে সাহায্য প্রার্থী। যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার জন্য অনুরোধ রইলো। তিনি যেনো আবারও একটি ভ্যান কিনতে সক্ষম হয় এবং পূর্বের ন্যায় জীবন যাপন করতে পারেন সকলের কাছে দোয়া প্রার্থী।
সাহায্যের জন্য:-
বিকাশ পার্সোনাল:- 01314578776
নগদ পার্সোনাল:- 01314578776


























