মো: শিহাব মাহমুদ,জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর -১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেছেন, আপনারা শুধু একটি বার পরীক্ষা করার জন্য জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় দায়িত্ব দিন, আমরা আপনাদেরকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক দেশ উপহার দেবো।সোমবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে শেখ পাড়া গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন।
সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা যুব জামায়াত নেতা কারিমুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, আল আমীন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নাজমুল হক সাঈদী আরো বলেন জামায়াতের নেতারা দুর্নীতি করেনা এটা ১/১১ এর দুর্নীতি বিরোধী কার্যক্রমে প্রমান হয়েছে। সেসময় প্রায় সব সাবেক মন্ত্রী এমপিরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন তার বিপরীতে নিজামী, মুজাহিদের মত জামায়াত নেতারা দুর্নীতি মুক্ত হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছেন।
দুর্নীতি মুক্ত হলেই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে।এ ক্ষেত্রে জামায়াত নেতৃত্ব দিতে সক্ষম দাবি করে তিনি একবারের জন্য হলেও জামায়াত কে পরীক্ষা করার আহবান জানান।
তিনি বলেন জুলাই আন্দোলনে ছাত্রজনতা জীবন ও রক্ত দিয়ে চাপাবাজ, দুর্নীতিবাজ হটিয়ে দখলবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসাতে চায় নাই। জুলাই চেতনার আলোকে জুলাই সনদ ঘোষণা করে তার আইনী ভিত্তি দিয়ে এর ভিত্তিতেই ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যে তিনি দাবি জানান।
উঠান বৈঠক শেষে শেখপাড়া গ্রামের জন্যে জামায়াতে ইসলামীর একটি গ্রাম কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.