একজন মানবপ্রেমী ও জনবান্ধব অফিসার ইনচার্জ শেখ সাদিক

- আপডেট সময় : ০৯:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

মোঃ ইয়াছিন চৌধুরী রিপোর্টার উত্তরা:-
তুরাগ থানা খবর: পুলিশ হলো সৎ মায়ের সেই অপ্রিয় সন্তান, যাকে যখন যেভাবে খুশি রাঙানো যায়। বিদ্যমান আইন, সমস্যা, বাধ্যবাধকতা যাই হউক, দিনশেষে সবাই ঢালাও ভাবে সমস্ত দায় বর্তায় শুধু সৎ মায়ের ওই অপ্রিয় সন্তান পুলিশের উপরই। আমাদের সমাজের এমন কিছু মানুষের দৃষ্টিভঙ্গিকে বৃদ্ধাঙ্গাগুলি দেখিয়ে নিজেকে মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী, সুন্দর মনের অধিকারী হিসেবে মেলে ধরতে সক্ষম হয়েছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক
তিনি তুরাগ থানা যোগদান করেছিলেন ০৭/০৪/২০২৪ এই সময়ের মধ্যে উনি তুরাগ বাঁশির মানুষের মন জয় করেছেন শ্রেষ্ঠ ওসি হিসেবে তুরাগ বাঁশি উনাকে খুব পছন্দ করেন থানাটি সৃষ্টির পর থেকে সর্বোচ্চ কাজ ও পরিবর্তন হয়েছে তার হাত ধরেই। মনোরম পরিবেশে সাজিয়েছেন থানাটিকে। থানা পুলিশের জীবনমান উন্নয়ন, থানা এলাকাকে মাদক মুক্তকরণ, বাল্য বিবাহকে লাল কার্ড, কমিউনিটি পুলিশিং শক্তিশালি করতে সফল হয়েছেন শতভাগ।এই থানায় শুরু তার হাত ধরেই। তাছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন এতিমখানার ছাত্রদের জন্য প্রায়ই উন্নত মানের খাবারের আয়োজন করা, স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের সাথে সরব অংশগ্রহন যেন তার রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে। অধূমপায়ী এই ওসি থানায় আগত সকলের অপ্যায়নের জন্য টেবিলের উপর চকলেট রেখে দেন। এক মিনিটের জন্যও কেউ কথা বলতে আসলে তিনি হাসি মুখে বলেন, কষ্ট করে থানায় এসেছেন একটা চকলেট অন্তত খেয়ে যান।
তুরাগ থানার এ.এস. আই, দের সাথে কথা হলে উনারা বলেন, এতো বছর চাকুরির বয়সে অনেক পুলিশ অফিসারের সাথে কাজ করার সুযোগ হয়েছে কিন্ত তুরাগ থানার বর্তমান ওসি শেখ সাদিক স্যারের সাথে কাজ করে আমরা যা শিখেছি তা আমার গোটা চাকুরির বয়সে শিখতে পারিনি। তিনি শুধু আমাদের থানার পুলিশদের প্রিয় পাত্র ও অভিভাবকই নন, গোটা তুরাগ থানার মানুষের আস্থার ঠিকানা। তুরাগ থানা প্রত্যন্ত এলাকা যখন কোন কাজে যাই জনগণ হাসি মুখে এগিয়ে এসে বলে ভাই আপনাদের ওসি সাহেব নাকি অনেক ভালো মানুষ? তখন আনন্দে বুকটা ভরে উঠে যে, এমন একজন সৎ,মেধাবী ও মহান মনের অধিকারী একজন অফিসারের সাথে কাজ করছি। একটা কথা তিনি আমাদের সবসময় বলেন যে, কোন তদন্ত করার সময় বা থানায় আগত কোন লোক তোমাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে তাহলে তার সাথে খুব অন্তরিকতা ও বিনয়ের সহিত কথা বলবে। এ উপদেশটা শুধু আমাদের জন্যই না তিনি নিজেও সর্বদা পালন করেন।
একজন ওসি থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ সহ তার দায়িত্ব শতভাগ সফল ভাবে পালন করেও যে, আন্তরিকতা ও মানবপ্রেম দিয়ে গোটা তুরাগ বাঁশির মন জয় করতে পারে তার এক জ¦লন্ত প্রমাণ আমাদের ওসি মোঃ শেখ সাদিক
বিপি ৭৫০৬১০৪২১৭
অফিসার ইনচার্জ
তুরাগ থানা, ডিএমপি, ঢাকা,
বাড়ী- ৯, রোড- ১৩, ব্লক- ই, সেক্টর- ১৬, উত্তরা, ঢাকা।
মোবাইল ০১৩২০০৪১৮৪৫
মেইল- dmp.octurag@police.gov.bd
যোগদান- ০৭/০৪/২০২৪ খ্রিঃ।