গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধি : বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার সেই সুযোগকে যেন হেলায় না হারাই।
মিজা ফখরুল বলেন, মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্ত মুক্ত থাকবে, স্বাধীন থাকবে, যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারব। আমরা যদি এখন আওয়ামী লীগের মত শুরু করি তাহলে কি আমরা টিকতে পারবো? আমাদেরও আওয়ামী লীগের মতই দশা হবে।এজন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আমরা আকুণ্ঠ অনুরোধÑ আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। ভালোবাসার পত্র হিসেবে তৈরি করেন, কারও ওপর অন্যায়-নির্যাতন করবেন না। ফখরুল আরও বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে আমরা বলেছি- আওয়ামী লীগ কিছু কিছু জিনিসকে এতবেশি খারাপ করে দিয়ে গিয়েছে, যেমন ভোটের ব্যবস্থা, মানুষ ভোট দিতেই পারেনা; অতীতে যেগুলো ভোট হয়েছে সেগুলো ভোট হয়নাই। এই ভোট ব্যবস্থাকে ঠিক করা দরকার, সবাই যেন ভোট দিতে পারে; যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে এবং সেই ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচিত করব। এই ভোট ব্যবস্থাকে ঠিক করার সময় অন্তবর্তী সরকারকে দিতে হবে। অন্তবর্তী সরকার কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোন রাজনীতি করে, এরা দেশটাকে ভালোবাসে এবং দেশের জন্য কিছু করতে চায়। আমাদের দায়িত্ব হবে- অন্তবর্তী সরকারকে সহযোগিতা করা।
হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা, উপজেলা ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.