এইযে আমি

- আপডেট সময় : ১০:৫৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

এইযে আমি
সাইফুন নাহার শিউলী
এইযে আমি তোমার দেয়া সব দোষ মাথা পেতে নিলাম,এই যে আমি অপবাদ, অসম্মান,
আর কলঙ্কের কালি গায়ে মাখলাম।
এই যে আমি কত নিন্দার কাঁটা ফুটিয়ে
হৃদয়টাকে এফোঁড় ওফোঁড় করলাম
এই যে আমি সব বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ছেড়েছুড়ে একদম একা এবং একঘরে হলাম
এই যে আমার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে
ইচ্ছেগুলোর ডানা ছেঁটে দিলাম
এই যে আমি মনের সব দরজা জানালা
বন্ধ করে
আবদ্ধ ঘরের অন্ধকারে
নিজেকে নিমজ্জিত করলাম।
এই যে আমি জীবনের সমস্ত গতি থামিয়ে দিয়ে নিথর হলাম,
এই যে আমি নিজের মধ্যে অনিয়মের রাজত্ব গড়ে তুললাম
তাতে কার কি এসে গেলো,বল, কার কি ক্ষতি হল?
পৃথিবীতো আগের মতোই আছে
হারায় নাই তার গতি হারায় নাই তার নিয়ম
আগের মতই পৃথিবীর আহ্ণিকগতি, বার্ষিক গতি তার কক্ষপথের নিয়ম মেনে সুর্যকে প্রদক্ষিণ করে চলছে
আগের মতোই নিয়ম মেনে, আজো সুর্যটা পুর্বদিকে উদিত হয়ে পশ্চিমে হেলে পড়ছে
শুধু আমার পৃথিবীটা, শুধু আমার পৃথিবীটাই
চারপাশে অনিয়মের দেয়াল তুলেছে,
গতি হারিয়ে থমকে গেছে।