উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত কার্যক্রমের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত কার্যক্রমের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা পর্যায়ে গ্ৰাম আদালত কার্যক্রমের অগ্ৰগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩রা নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের হরিপুর উপজেলা সমন্বয়কারী,
মোঃ মিজানুর রহমান ।
আর ও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, ২নং আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সচিবগন।
বাংলাদেশে গ্রাম্য আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায়ে প্রকল্প ইউনিয়ন ভিত্তিক ফেব্রুয়ারি ২০২৪ হইতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত হরিপুর উপজেলা ৬টি ইউনিয়নে দায়েরকৃত মামলার বিবরণ নিম্নরূপ ১নং গেদুড়া ইউনিয়নে মোট মামলার সংখ্যা ৮৯ টি নিষ্পত্তির সংখ্যা ৮৫ টি ২নং আমগাঁও ইউনিয়নে মামলা ১০৬ টি নিষ্পত্তির সংখ্যা ১০৪ টি ৩নং ইউনিয়নে মামলার সংখ্যা ৫৯টি নিষ্পত্তির সংখ্যা ৫৭ টি, ৪নং জাঙ্গীপাড়া ইউনিয়নে মামলার সংখ্যা ১৫৩টি নিষ্পত্তির সংখ্যা ১৩৩টি ৫নং সদর ইউনিয়ন হরিপুরে দায়েরকৃত মামলার সংখ্যা ৫৫ টি, নিষ্পত্তির সংখ্যা ৪৬ টি ৬নং ভাতুরিয়া ইউনিয়নে মামলার সংখ্যা ৬১টি নিষ্পত্তের সংখ্যা ৬০ টি । সর্বমোট দায়েরকৃত মামলার সংখ্যা ৫২৩টি নিষ্পত্তির সংখ্যা ৪৮৫ টি অপেক্ষা মাত্র তালিকায় রয়েছে ৩৮ টি।



















