ঠাঁকুরগাওয়ের হরিপুর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা

- আপডেট সময় : ০৬:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা পরিষদ এর আয়োজনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০/০৫/২০২৪ ইং বৃহস্পতিবার দুপুর ১১:৩০ নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম পুষ্পের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাজহারুল
ইসলাম সুজন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও -০২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসিয়া বেগম।
আরো উপস্থিত ছিলেন মোঃ আরিফুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও।
উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ সেখ, এস এম আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখাসহ বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও হাজারো মানুষ। উৎসবমুখর পরিবেশে ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা পালিত হয়েছে।