উপকূলীয় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক

- আপডেট সময় : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর উপকূলীয় অঞ্চলের শিশুদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নিজস্ব সংস্কৃতির বিকাশ, দরিদ্র জনগোষ্ঠীর বৈষম্য দূরীকরণসহ যুব নেতৃত্বে উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। তাদের উদ্যোগে সুবিধাবঞ্চিত উপকূলীয় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল ) কাশিমাড়ী আইডিয়া স্কুল অ্যান্ড কলেজে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।
কয়েকদিন পরে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শিশুদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক‘। সমাজের সুবিধাবঞ্চিতসহ উপকূলীয় শিশুদের মাঝে দেওয়া হয়েছে ঈদের নতুন পোশাক। ঈদের আগে নতুন পোশাক পেয়ে মহাখুশি সুবিধাবঞ্চিত শিশুরা।
শিশু রিয়ান, সবিনুর, সাজিনুর, মিজান, ইতিসহ অনেকে জানায়, ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুব ভালো লাগছে। এবার ঈদে সবাই মিলে অনেক আনন্দ হবে।
কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটাতে প্রতিবছরই ঈদুল ফিতর ও ঈদুল আযহা উৎসবে শিশুদের নিয়ে আনন্দ করেন তারা। এরই ধারাবাহিকতায় এবার ঈদুল ফিতরেও উপকূলীয় শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দিয়ে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এস.এম.আব্দুল হাই, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো:আলতাপ হোসেন, সাকিনা পারভীন, মাহফুজুর রহমান, রিয়াজ হোসেন প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, ঈদের নতুন পোশাক বিতরণের মতো মহৎ একটা উদ্যোগ নেওয়া ও সফলভাবে বাস্তবায়ন করায় উত্তরোত্তর মঙ্গল কামনা করেন আর এই মহৎ কাজে অংশ নিতে পেরে আমি ধন্য।