হবিগঞ্জ প্রতিনিধি:
বাহুবল উপজেলায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের আয়োজনে “রোবোটিক্স কর্মশালা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং হাতে-কলমে শেখার সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় গত ১৯ জুলাই, শনিবার, বাহুবল উপজেলা অডিটোরিয়ামে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, যিনি প্রধান অতিথি মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ও ক্লাবের প্রধান উপদেষ্টার পক্ষে উদ্বোধনী ঘোষণা দেন। ইউএনও মহোদয় তিনি ব্যস্ততা জনিত কারণে সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুল, সাব-ইন্সপেক্টর, বাহুবল মডেল থানা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে সবধরনের সহায়তার আশ্বাস দেন। সাথে উপস্থিত ছিলেন মোশাহিদ মজুমদার (প্রতিষ্ঠাতা ও পরিচালক, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ )
স্টাফ রিপোর্টার : মুজিবুর রহমান।
আহবায়ক, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব,শায়েস্তাগঞ্জ উপজেলা। ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকগণ।
এই আয়োজনে বাহুবল উপজেলার ৬টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো:
সানশাইন মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ,দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল
দ্বীন নাথ ইনস্টিটিউট,গ্রীনপার্ক স্কুল ,পুটিজুরি শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়,ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়
প্রায় একশত শিক্ষার্থী রোবটিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রনিক যন্ত্রাংশ ব্যবহারের প্রাথমিক ধারণা এবং হাতে-কলমে রোবট তৈরির বাস্তব অভিজ্ঞতা ও রোবট দিয়ে খেলাধুলা করে। কর্মশালার কারিগরি সহযোগিতায় ছিল দেশের উদীয়মান প্রযুক্তি সংস্থা Roboment BD।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক - মিনজাব ছাহাম, পরিচালনায় ছিলেন সদস্য সচিব- মোঃ তারেক আহমেদ তানভীর।
সার্বিক সহযোগিতায় ছিলেন তারিকুর রহমান, আশরাফুল ইসলাম ফাহিম, সৃজন এন্দ, অনিক দাস,রিফাত হোসেন, ইয়ামিম রেজা, শাহরিয়ার,জিদান রহমান,তাহমিদ সহ ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
কর্মশালার সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের শিক্ষামূলক প্রযুক্তি কার্যক্রম চালু রাখার পরিকল্পনার কথাও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.