উদয়ন দুর্গা মন্দিরে ৮৪ তম দুর্গোৎসব ও অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব উদযাপিত

- আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)দক্ষিণ রাউজান গশ্চি বাগোয়ান ব্রহ্মদাশ পাড়াস্থ উদয়ন সংঘের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শারদীয় ৮৪ তম দুর্গোৎসব ও অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের স্মরণে মহোৎসব।
মহোৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,ঠাকুরের রাজভোগ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্নপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানকে সফল করতে স্থায়ী কার্যকরী কমিটি ও উৎসব কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্থায়ী কার্যকরী কমিটির সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য (পিন্টু), সহ সভাপতি শিমুল দাশ, সঞ্চিতা মল্লিক ও রানা দাশ, সাধারণ সম্পাদক অসীম দাশ গুপ্ত, সহ সাধারণ সম্পাদক হিমাদ্রী দাশ ও প্রকৌশলী যুবরাজ বৈদ্য, অর্থ সম্পাদক পানিন দত্ত, সহ অর্থ সম্পাদক বিরাট চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাহুল দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক রনি মিত্র প্রমুখ।
অন্যদিকে উৎসব কমিটির সভাপতি ছিলেন সুজন দাশ। সিনিয়র সহ সভাপতি সত্যজিৎ দাশ, সহ সভাপতি বিশ্বজিৎ বৈদ্য, বাপ্পী মহাজন, পরাগ মিত্র জয়, প্রমিজ বৈদ্য ও শংকর চৌধুরী। সাধারণ সম্পাদক প্রদীপ দে, যুগ্ম সম্পাদক রিটন মহাজন, সঞ্জয় মহাজন ও রুবেল শিকদার, অর্থ সম্পাদক অনুপম দাশ, সহ অর্থ সম্পাদক সাজু দে, দীপ্ত মহাজন ও উৎপল বৈদ্য। সাংগঠনিক সম্পাদক কাঞ্চন দাশ, সহ সাংগঠনিক সম্পাদক নিলাদ্রি দাশ, সৌমেন মিত্র ও সনজয় দে। সাংস্কৃতিক সম্পাদক ছিলেন সাজীব চক্রবর্ত্তী, সুব্রত দাশ ও অন্তর চৌধুরী। এছাড়া প্রচার সম্পাদক বিশ্বজিৎ সিকদার, সুমন দাশ, রিপন দে এবং দপ্তর সম্পাদক নিউটন দাশ, অন্তু দাশ ও মিশুক মহাজন দায়িত্ব পালন করেন।
সভাপতিসহ সংশ্লিষ্টরা বক্তব্যে জানান, প্রতিবছরের মতো এবারও মহোৎসবকে ঘিরে ভক্তদের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্ত সমবেত হয়ে ধর্মীয় আবহে মন্দির প্রাঙ্গণ মুখরিত করে তোলে।