
মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার:ফেনী-৩ আসনের প্রার্থীর ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা—স্থানীয়দের মধ্যে সন্তোষ।
উত্তর বারাহিগুনী ঈদগাহের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনুদান।
ফেনী-৩ (দাগনভূঁঞা–সোনাগাজী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক উত্তর বারাহিগুনী কেন্দ্রীয় ঈদগাহের সংস্কারের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। দাগনভুঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের ব্যবস্থাপনায় এই অনুদান ঈদগাহের উন্নয়নকাজে ব্যয় হবে বলে জানা গেছে।
শনিবার বিকেলে ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অনুদান তুলে দেন। এ সময় ঈদগাহের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন ডা. মানিক। তিনি বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মানুষের আধ্যাত্মিক জীবনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে। তাই জনগণের জন্য কাজ করে যেতে চাই।”
অনুদান গ্রহণের সময় উপস্থিত ছিলেন ৮নং জায়লস্কর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান রুবেল, ওসমান গনি, ঈদগাহ কমিটির সহ-সভাপতি, সেক্রেটারি এবং স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, বহুদিন ধরে ঈদগাহ মাঠটির সংস্কারের প্রয়োজন ছিল। ডা. ফখরুদ্দিন মানিকের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার সংস্কারকাজ এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত জনসাধারণ ডা. মানিকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ঈদগাহের উন্নয়নে তার অবদানকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.