উত্তর ফটিকছড়িতে পানিতে পরে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

- আপডেট সময় : ০২:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
আজ দুপুর ১২.৩০ মিনিটের সময় উত্তর ফটিকছড়ির ২ নং দাতমারা ইউনিয়ন এর অন্তর্গত ৪ নং ওয়ার্ডের পশ্চিম বড় বেতুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা টি ঘটে। জানা যায় নিহত দুই শিশুই একই পরিবারের সদস্য। একে অপরের চাচাত ভাই। নিহত দুই জনের নাম মোহাম্মদ আল আমিন ও মোহাম্মদ হামিদ। একজন বাবা স্থানীয় ব্যবসায়ী ও অপরজনের বাবা প্রবাসী৷ আজ দুপুরের দিকে নিহত দুই শিশুই একে অপরের সাথে খেলা করতেছিলেন। খেলতে খেলতে তারা ঘরের সাথে লাগানো পাশের পুকুর পাড়ে চলে যায়। প্রতিবেশীরা দেখলে তাদের কে তাদের ঘরে দিয়ে যায়। পরক্ষণেই তারা একই স্থানে আবার চলে যায়। তখন আর কারো নজরে আসেনি। একটু পর তাদের খোঁজাখুজি শুরু হয়। এদিক ওদিক না পেয়ে পাশে খনন করা পুকুরে দেখতে পায় তারা দু’জন বেশে আছে। দ্রুত গতিতে তাদের ওঠিয়ে আনা হয় এবং প্রাথমিক সব চিকিৎসা দেওয়া হয়। দ্রুত স্থানীয় ডাক্তারকে কল করা হলে ডাক্তার ঘটনাস্থলে এসে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য,পুকুর টিতে তেমন পানি ছিল না কিন্তু এক কোণায় একটি ৫/৬ ফুটের গর্ত খনন করে পানি ওপরে তোলে সেচ কাজ চালানো হচ্ছে। সেই গর্তে শিশু দুটি পরে যায়। তাদের পাশের বাড়ির একজন জানান গত ৬/৭ বছর আগে একই পরিবারের আরেকটি শিশুও পানিতে পরে মারা গিয়েছিল। এই দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে দু পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।