স্টাফ রিপোর্টার:-
বরিশাল জেলার উজিরপুর মডেল থানার ধর্ষণ মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি ১৫ বছর পরে ঢাকা থেকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
২৭ মার্চ বুধবার রাতে ঢাকা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় গ্রেফতার করে উজিরপুর মডেল থানা পুলিশ। সুত্রে জানা যায়, উজিরপুর মডেল থানায় ২০০৯ সালে সাতলা গ্রামের আসমা মারুফা নামে এক মহিলা হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের মোঃ শাহজাহান রাড়ির ছেলে মোঃ এনায়েত রাড়ির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা করে। ২০১০ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন। ১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ এনায়েত রাড়ি (৩৪) কে গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর নির্দেশে এএসআই আল মামুন সংগীয় ফোর্স সহ ২৭ মার্চ রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে র্যাব – ৩ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.