উজিরপুরে ৫ কেজি গাজাসহ র্যাবের হাতে দুই মাদক কারবারি গ্রেফতার।
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৫ কেজি ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
২ মার্চ শনিবার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদীতে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ইচলাদীতে টোল প্লাজায় আলিফ পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি রিপন ও লিমনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা দায়ের হয়েছে আসামিদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.