উজিরপুরে নেশার টাকার জন্য ছেলের হাতে বাবা খুন জনতা আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তর

- আপডেট সময় : ১০:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে

মো:আশরাফ বরিশাল ক্রাইম প্রধান:-
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে মাদকসেবি ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, এলাকাবাসী বেঁধে রেখে খুনিকে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।(২৭ জুলাই) রবিবার দুপুর ২ টায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ীর সামনে ইটের রাস্তার উপর মোঃ শাহ আলম খান (৬৫) কে প্রকাশ্যে তার ছেলে মোঃ শাহরিয়ার শিমুল (৩৫) গলায় ছুরিকাঘাত করে হত্যা করে।এলাকাবাসী সুত্রে জানা যায় বেলা সাড়ে ১১ টার দিকে বাবার সাথে ছেলের টাকা পয়সা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়।এরই প্রেক্ষিতে পরবর্তীতে শাহরিয়ার শিমুল তার বাবাকে ঘটনাস্থলে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে হত্যাকারী দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে।আরো জানা যায় হত্যাকারী নেশাগ্রস্ত, বেপরোয়া স্বভাবের এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলো।প্রায়ই বাবার সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। নিহত মোঃ শাহে আলম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।
নিহত শাহে আলমের ছেলে (হত্যাকারী) একসাথে থাকতো। এছাড়া শাহে আলম দুটি বিবাহ করে।
হত্যাকারী ছেলে তার প্রথম স্ত্রী মৃত শেফালী বেগমের গর্ভজাত সন্তান।২য় স্ত্রী তার পিতার বাড়ীতে বসবাস করে। খুনি শাহরিয়ার শিমুল কোনো কাজকর্ম করতো না এবং নেশাগ্রস্ত ও বেপরোয়া স্বভাবের লোক ছিলো।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে।
হত্যা মামলা হয়েছে। জনগণের সহায়তায় খুনিকে গ্রেফতার করা হয়েছে।এদিকে অচিরেই খুনিকে ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী।