ঈদ সামনে রেখে ব্যাংকগুলো নিরাপত্তা বাড়াচ্ছে প্রশাসন

- আপডেট সময় : ০২:১৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে

অদ্য ইং- ০১/০৪/২০২৪ তারিখ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অফিসার ইনচার্জ, গাছা থানা,জিএমপি জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম (পিপিএম-সেবা) সাহেবের সভাপতিত্বে গাছা থানার অফিসার ইনচার্জ সাহেবের কার্যালয়ে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে গাছা থানাধীন “ব্যাংক/এটিএম বুথে লেনদেন ও ঈদ-উল-ফিতর এর ছুটিকালীন সময় ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপরোক্ত মতবিনিময় সভায়,
০১। ব্যাংকে সার্বক্ষণিক সচল ও নাইট ভিশনসহ উচ্চ রেজুলুশনসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন এবং এবং ভবনের অভ্যন্তরে ও বাইরের চতুর্পাশে কভারেজের জন্য আহবান করা হয়।
০২। সিকিউরিটি গার্ড এর সংখ্যা এবং ছুটিকালীন সময় সিকিউরিটি গার্ড সংখ্যা ও শিফটিং সম্পর্কিত তথ্য হালনাগাদ করতে তাগিদ প্রদান করা হয়।
০৩। এটিএম বুথের বাইরে নাইট ভিশনসহ উচ্চ রেজুলুশনসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন এবং
ভবনের অভ্যন্তরে ও বাইরের চতুর্পাশে কভারেজ নিশ্চিত করতে বলা হয়
০৪। বড় অংকের লেনদেনের সময় নিজস্ব যানবাহন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
০৫। ছুটিকালীন সময়ে বাড়তি সিকিউরিটির ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
০৬। রাত্রিকালীন সিকিউরিটি গার্ডদের নিজস্ব তদারকির ব্যবস্থা করার জন্য তাগিদ প্রদান করা হয়
০৭। সিকিউরিটি গার্ডদের অস্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়
০৮। নিরাপত্তা ব্যবস্থায় যে সকল ত্রুটি চিহ্নিত হয়েছে তা দ্রুত সমাধান করার জন্য তাগিদ প্রদান করা হয়
০৯। ব্যাংক/এটিএম বুথ ভবনের অবকাঠামোগত কোন ত্রুটি যা নিরাপত্তার হুমকি হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।