স্টাফ রিপোর্টার:-
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মাঝকান্দিতে অজ্ঞাত এক গাড়ির চাপায় শংকর মালো (৪২) নামে এক মোটরসাইকেল চালক ও তার ছেলে অন্তর মালো (২০) নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অন্তরের। এর আগে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে দুর্ঘটনার ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তরের বাবা শংকরের।
নিহত শংকর মালো ও অন্তর মালোর বাড়ি ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামে। শংকর ওই গ্রামের মলিন মালোর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শংকর মালো তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে রাত সাড়ে ৮টার দিকে মাঝকান্দির মাজেদা জুটমিলের সামনে অজ্ঞাত পরিচয়ের একটি যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক শংকর মালো। আহত অবস্থায় আরোহী অন্তর মালোকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে সেও মারা যায়।
করিমপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন শংকর মালো। আর তার ছেলে অন্তর মালোকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর রাতে তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, একটি মোটরসাইকেলযোগে তারা মধুখালীর দিকে যাচ্ছিলেন। তবে কিভাবে ও কিসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.