ঈদগা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক গুরুতর আহত

- আপডেট সময় : ১০:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিনঃ- ১২ জুলাই সন্ধ্যা টার ৬ টার সময় দেবহাট আগামী পিচের রাস্তায় কৃষি বিতান দোকানের সামনে মারাত্মক এক্সিডেন্ট হয়।
ঘটনাস্থানে যেয়ে জানা যায় সখিপুর মহিলা কলেজের পিছনে বাড়ি ভ্যানচালক ফরিদ গাজী ৫৫ দেবহটা হতে সখিপুরের দিকে বাম সাইড দিয়ে যাচ্ছিল ও আজিজপুর আব্দুর রাজ্জাকের ছেলে আহসানুল্লাহ ২২ তার সাইডে দিয়ে গাড়ি চালিয়ে আজিজপুরে ফ্যামিলিসহ বাড়িতে যাচ্ছিল। অপরদিক থেকে কোমরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মুশফিকুর রহিম ২২ বকাটে ছেলে তার মোটরবাইক ডশ মেরে মেরে দ্রুতগামী গাড়ি চালিয়ে আসছিল সখিপুরের দিকে। তার গাড়ির গতি দ্রুতগামী থাকায় ব্যালেন্স ঠিক না রাখতে পেরে আহসান উল্লার গাড়িতে লাগিয়ে দেয়। আহসানুল্লাহ তার ধাক্কায় ফ্যামিলি সহ পাকা রাস্তায় পড়ে যায় এবং তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও মারাত্মক আঘাত পায়। মুশফিকুর রহিম গাড়িতে ধাক্কা মেরে ব্যালেন্স ঠিক না রাখতে পারায় হতদরিদ্র ভ্যান চালক ফরিদের ভ্যানের পিছন ধাক্কা দিলে ভ্যানটা উল্টে ফরিদ গাজী তার ভ্যানের তলায় চাপা পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। উপস্থিত বাজারের লোকজন দৈনিক সাতক্ষীরা সকাল বিশেষ প্রতিনিধিকে জানায় ৫,৬ টা গাড়ি প্রতি শুক্রবার দুপুরের পরে এই বখাটে ছেলে মাস্তানি ভাব নিয়ে দ্রুতগামী গাড়ি চালায় এবং ডস মারে ও পিছে বসে থাকা ছেলেগুলি ভিডিও করতে করতে যায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ও বাজারের জনসাধারণ গাড়িটা আটকে রেখে তাদের অভিভাবকদের মুঠোফোনে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ফারুক হোসেন হীরা মেম্বার ও আজিজপুরের দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী উপস্থিত হয়ে মীমাংসা করে চলে যায়। এদিকে গুরুতর আহত ভ্যানচালক ফরিদ গাজী কে ফারুক হোসেন হিরা মেম্বার তাদের মটর গাড়িসহ হাসপাতালে ভ্যান চালককে দেখতে যায়। ঘটন স্থানে উপস্থিত জনগণ ও দোকানদারদের দাবি এই বকাটে ছেলেগুলি দ্রুতগামীতে মোটরসাইকেল না চালায় প্রশাসনের কাছে আশু হাসতে হোক কামনা করে।