সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর:-ঈদের আগেই আর এক উৎসবের উপলক্ষ্য তৈরি হয়েছে যশোর শহরে। এবার অত্যাধুনিক সড়কবাতির ঝলকানিতে মুগ্ধ হচ্ছেন শহরবাসী। ঈদ বাজারের আলোকসজ্জার পাশাপাশি সড়কবাতির আলোয় আলোকিত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্লুইচ চেপে আধুনিক এ সড়কবাতির উদ্বোধন করেন।
এ সময় যশোরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যশোর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে আপাতত ২০টি সড়কবাতি স্থাপন করা হয়েছে। এরমধ্যে ১৮টি স্থাপন করা হয়েছে জিলা স্কুলের সামনে থেকে রেলগেট ক্রসিং পর্যন্ত রাস্তার ডিভাইডারের ওপরে। একটি জজকোর্ট মোড় এবং একটি ঈদগাহের সামনে স্থাপিত হয়েছে।
এমনিতে ঈদ উল ফিতর উপলক্ষে মুজিব সড়কের বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। এর পাশাপাশি সড়কবাতির উদ্বোধনের পর এই এলাকায় দৃষ্টিনন্দন আলোর ঝলকানি দেখা দিচ্ছে। যা দেখে এলাকাবাসী বেশ খুশি। বিশেষ করে যেসব স্থান সন্ধ্যায় অন্ধকারে নিমজ্জিত থাকতো সেসব এলাকা আলোকময় হয়ে ওঠায় নিরাপত্তার ঝুঁকিও কমে আসবে বলে মনে করেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.