জিহাদুল ইসলাম গৌরনদী প্রতিনিধিঃ-
ঈদকে সামনে রেখে বিনোদন প্রেমীদের বরন করে নিতে বরিশালের গৌরনদী উপজেলার দুইটি বিনোদন কেন্দ্রে ব্যাপক সাজসজ্জার কারনে নবরুপ লাভ করেছে। বিনোদন কেন্দ্রের বর্ণিল আলোক সজ্জার পাশাপাশি দর্শনার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত দর্শনার্থীদের চাপ সামলাতে আলাদা কর্মী নিয়োগ করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সরেজমিন উপজেলার বাটাজোরের শাহী ৯৯ পার্ক ও কটকস্থলের ফারিহা পার্ক ঘুরে দেখা গেছে পার্কের আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন করছেন পার্কের কর্মীরা। পাশাপাশি দর্শনার্থীদের উপভোগের জন্য রং-তুলির আচড়ে সাজানো হয়েছে বিভিন্ন চিত্র। ঈদের এক সপ্তাহ বিনোদন কেন্দ্র দুইটিতে উপচেপড়া ভীর থাকবে। এজন্য পার্ককর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন পার্ক মালিকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.