ইসলামী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ভর্তি সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে

- আপডেট সময় : ১১:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

মো:আশরাফ, (বরিশাল) ক্রাইম রিপোর্টার:বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আগৈলঝাড়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ভর্তি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এখানে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে খাবার পানি, স্যালাইন ও ভর্তি–সংক্রান্ত সব ধরনের সহায়তা। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া সরকারি কলেজ সভাপতি পি.এম সৈকত ইসলাম,সাধারণ সম্পাদক তাকিউল্লাহ শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।পরে কেন্দ্র পরিদর্শনে আসেন ইসলামী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সভাপতি রিফাত সিকদার এবং ইসলামী যুব আন্দোলন আগৈলঝাড়া উপজেলা সভাপতি নাসির উদ্দিন শাহ্ তারা বলেন,শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে আমরা এই কেন্দ্র চালু করেছি। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। আমরা চাই, শিক্ষার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায্য সমাজ গড়ে উঠুক। ভর্তি সহায়তা কেন্দ্রকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এই উদ্যোগের প্রশংসা পাওয়া গেছে। ইসলামী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।