ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ ২০২৩-২০২৪ এর জাতীয় উইনার খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম “স্টর্ম ট্রুপারস”

- আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
জাগো ফাউন্ডেশন, ইমাজেন ভেঞ্চারস, জেনারেশন লিমিটেড এবং ইউনিসেফ কতৃক আয়োজিত কমিউনিটি স্যলুয়শন পিচ ডে অনুষ্ঠানে সারাদেশ থেকে মোট ২৩ টিম অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বাছাইপর্বে চার টি টিমকে সিলেক্ট করা হয়। এবং ফাইনাল রাউন্ডে দুইটি টিমকে উইনার ঘোষণা করা হয়, যারা পরবর্তী গ্লোবাল রাউন্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে।
মাটি থেকে লবনাক্ততা দূর করে ভার্টিকাল ফার্মিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে টিমটি কাজ করে।
ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মাইনুল ইসলাম লাবিবের নেতৃত্বে গঠিত টিম স্টর্ম ট্রুপারসের বাকি সদস্যরা হলেন, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. রাশেদ জাওয়াদ খান, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শাহরিয়ার মাহমুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাদিয়া আফরিন এবং ঋতু দে।