নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও দেশী প্রজাতির মাছ শামুক সংরক্ষন প্রকল্পের ব্যবস্থাপনার আওতায় মৎস্যজীবিদের মাঝে বকনা বাচুর ও ছাগল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া যায় ।
বুধবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার ৫২জন মৎস্যজীবিদের মাঝে ৩২টি বকনা বাচুর ও ৪০টি ছাগল এবং ঘর বিতরণ করা হয়েছে । তবে ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে সকল বিভাগ বন্ধ থাকায় কৌশলে বকনা বাচুর ও ছাগল গুলো উপজেলা পরিষদ থেকে বিতরণ না করে প্রাণী সম্পদ কার্যালয় থেকে বিতরণ করেন। সুবিধাভুগীরা জানান, বকনা বাচুর ত্রিশ হাজার এবং ছাগল বিশ হাজার টাকা বরাদ্দ থাকলেও বরাদ্দকৃত টাকার অর্ধেক দামেও বকনা বাচুর ছাগল দেওয়া হয়নি। বকনা বাচুর ও ছাগল অনেক দুর্বল, সাইজে ছোট । আমাদের লালন পালন করতে অনেক কষ্ট হবে। এই প্রচন্ড গরমে বকনা বাচুর ও ছাগলগুলো বাঁচাতে পারবো কিনা জানি না এবং ছাগল লালন পালনের যে ঘর দিয়েছে তাও নিম্ন মানের। সে ঘরে ছাগল বিচরণ করতে পারে না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সুবিধাভোগীদের কাছ থেকে অর্থের লেনদেন করা হয়েছে এবং বিগত দিনে এই প্রকল্পের আওতায় গরু ছাগল বিতরনে অনিয়ম হয়েছে, অধিকাংশই গরু ছাগল অসুস্থ হয়ে মারা গেছে ।
এবিষয় ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে জানতে চাইলে তার মুঠোফোনে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.