ইন্দুরকানীতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

- আপডেট সময় : ০৩:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
৬ষ্ঠ পর্যায় উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ৮মে নির্বাচনের ইন্দুরকানী উপজেলায় ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের আজ ছিল শেষ দিন । এতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন ৪জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান, জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, জেলা পরিষদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ইমরান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ৪জন। তারা হলেন উপজেলা আ”লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, টগরা বালিকা মাদ্রাসার সুপার গিয়াস উদ্দিন সেলিম, মৎস্যলীগ নেতা মোঃ কামাল হোসেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ২জন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার ও মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলারা পারভীন ।