ইন্দুরকানীতে উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল আহসান গাজী

- আপডেট সময় : ০৮:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
উপজেলা নির্বাচন ২০২৪ এর প্রথম ধাপে ইন্দুরকানী উপজেলায় আনারস প্রতীকে ১১২০৭ ভোট পেয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন মোঃ জিয়াউল আহসান গাজী। তিনি পিরোজপুর জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পদাক। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি নেতা মোঃ ফায়জুল কবির তালুকদার পেয়েছেন ৭৭৪৩ ভোট। তিনি নির্বাচনে অংশ নেয়ায় ইতিমধ্যে দল থেকে বহিস্কৃত হয়েছেন। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ:লীগের সভাপতি এ্যাড: এম মতিউর রহমান পেয়েছেন ২৭০৫ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৮৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আ:লীগের সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দী টগরা বালিকা মাদ্রাসা’র সুপার ও উপজেলা আ:লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম পেয়েছেন ৬৩১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ১৭০৪৮ ভোটে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সদস্য দিলারা পারভীন। তার প্রতিদ্বন্দী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ:লীগের সভানেত্রী দিলরুবা মিলন নাহার পেয়েছেন ৫২০১ ভোট।