আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

- আপডেট সময় : ১০:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর (সাতক্ষীরা প্রতিনিধি) সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার,মহোদয়।
৩০ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসক,সাতক্ষীরার সম্মেলন কক্ষে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান (অবঃ),মাননীয় নির্বাচন কমিশনার,বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম,পুলিশ সুপার, যশোর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়।
উক্ত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব তমিজুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর,জেলা প্রশাসন, জেলা পুলিশ,জেলা নির্বাচন অফিস,সাতক্ষীরা ও যশোর সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।