
“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ভয়েস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান–২০২৫।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) সকাল ১১টায়, আলহাজ মোবারক হোসেন অনির্বাণ বিদ্যার্থী উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারীতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জায়িদ ইমরুল মুজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, নীলফামারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
জনাব শাহ মোঃ রোকনুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক, আলহাজ মোবারক হোসেন অনির্বাণ বিদ্যার্থী উচ্চ বিদ্যালয়, জলঢাকা।
জনাব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান চৌধুরী, সভাপতি, প্রেসক্লাব, জলঢাকা, নীলফামারী।
জনাব মোঃ জোবায়ের হোসেন চৌধুরী, ভেটেরিনারি সার্জন, জলঢাকা, নীলফামারী।
জনাব সাকিল ইসলাম, সভাপতি, গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা ও সমন্বয়ক, জেলা শাখা।
সম্মানিত অতিথি ছিলেন —
জনাব মোঃ সোলায়মান আলী, প্রভাষক (ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), নীলফামারী সরকারি কলেজ ও উপদেষ্টা, গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রাকিব, সমন্বয়ক, গ্রীন ভয়েস জলঢাকা উপজেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে সবুজ পৃথিবী গড়ার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
শেষে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃক্ষ বিতরণ করা হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে।
আয়োজনে: গ্রীন ভয়েস – জলঢাকা উপজেলা শাখা, নীলফামারী
প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান — পরিবেশ বাঁচান
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.