আলমডাঙ্গার হারদীতে অন্যের জমিতে জোরপূর্বক রাস্তা দখলের অভিযোগ

- আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
নিজের জমি ঘিরে রেখে অন্যের জমির রাস্তা জোর করে ব্যবহার করার অভিযোগ উঠেছে ভুট্টো ও রশিদুল নামের দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। তারা বেশকিছুদিন ধরে অন্যের জমিতে পথ বানিয়ে জোরপূর্বক ব্যবহার করে আসছে। ওই অসহায় পরিবারটির বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানিরও অভিযোগ উঠেছে ভুট্টো ও রশিদুলের বিরুদ্ধে।ভুক্তভোগী মিজান জানান, হারদী থানা পাড়ায় তারা তিন ভাই তাদের পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন। তাদের চাচাত ভাই আমির হোসেনের ছেলে শামীম হোসেন ভুট্টো ও আনোয়ার হোসেনের ছেলে রশিদুল পাশের বাড়িতে বসবাস করেন। বাড়ি থেকে বেরানোর জন্য তাদের জমিতে পথ ছিল। কিন্ত তারা তাদের পথ ঘিরে দিয়ে জোরপূর্বক আমাদের জমি দিয়ে বের হচ্ছে। তার পিতা ও চাচাদের জমি ভাগ করে সীমানা নির্ধারন করা রয়েছে।
মিজান জানান, শুধু তাই নয় ভুট্টো ও রশিদুল জোরপূর্বক তাদের পুকুরের মাটি কেটেও বিক্রি করে দিয়েছে। এসব করেই তারা বসে থাকেনি। তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিচ্ছে। এমনকি থানায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে। মিজান এই অপশক্তি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।