মোঃ উজ্জ্বল ইসলাম,ক্রাইম রিপোর্টার:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর ২০২৫) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালনা করেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ। গোপন সংবাদের ভিত্তিতে ০১নং ভাংবাড়ীয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মাসুদ অরুন (২২)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহেশপুর-গোরীহৃদগামী পাকা রাস্তার কলা বাগানের সামনে থেকে গ্রেফতার করা হয়।পরে একই দিনে দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা স্টেশনপাড়ার রেললাইনের উত্তর পার্শ্বে ভেটুলগাছতলা সংলগ্ন ইটের রাস্তায় অভিযান চালান। এসময় স্টেশনপাড়া গ্রামের আমজেদ আলীর পুত্র পিকু মণ্ডল (৩৪) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩২)-কে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে।ওসি মাসুদুর রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।আলমডাঙ্গা থানার এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.