আলমডাঙ্গায় বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ১১:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুরে বিস্কুট ফ্যাক্টরির মেশিনে জড়িয়ে সোহান (১৪) নামের এক শিশু শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে ‘ভাই বোন বিস্কুট ফ্যাক্টরি’-তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান নিলফামারীর সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান পাড়ার সন্তান বলে জানা গেছে। কয়েক মাস আগে সে আলমডাঙ্গার হাউসপুর ক্যানেলপাড়ায় অবস্থান নেয় এবং মৃত আব্দুল মান্নানের ছেলে নাসির আলির মালিকানাধীন ‘ভাই বোন বিস্কুট ফ্যাক্টরি’-তে কাজ শুরু করে।স্থানীয় সূত্র জানায়, সকাল বেলায় কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত ময়দা খামির করার মেশিনে তার কাপড় জড়িয়ে পড়ে। মুহূর্তেই সে মেশিনে আটকে গিয়ে গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে।



















