আলমডাঙ্গায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৩

- আপডেট সময় : ০২:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। সকাল ১০টার দিকে প্রথম সংঘর্ষে জিয়াউর রহমান (৪০) দার আঘাতে গুরুতর জখম হন। বিকেলে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কদু আলী (৪৫) ও ফিছবি (৫৫) আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গ্রামবাসীর ভাষ্যমতে, মৃত দেলবার মণ্ডলের পরিবারের কাছ থেকে সাড়ে সাত কাটা জমি কিনেছিলেন জিয়াউর রহমান। কিন্তু দীর্ঘদিন ধরে জমি দখল বুঝে না পাওয়ায় আদালতে মামলা করেন তিনি। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।