আমি অনেক প্রিয় এবং কাছের মানুষের প্রতি বিষ্মিত হয়েছি সেইদিন,ৌ
যেদিন শুনেছি ওরা
আমার আড়ালে বদনাম করছে
সেইদিন
বিশ্বাস করতে পারেনি কান
বেদনায় কুঁকড়ে উঠেছে প্রাণ।
আমি রক্তের সম্পর্কের প্রতি আস্থা হারিয়েছি সেইদিন
যেদিন কাছ থেকে দেখেছি স্বার্থের জন্য কত সহজে বদলে যায় তাদের রুপ।
হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে কেঁপে উঠেছে বুক।
আমি আমার বন্ধুদের প্রতি হতবাক হয়েছি সেইদিন
যেদিন বুঝেছি তারা মুখে বলেএক
আর অন্তরে পোষণ করে আরেক,
দেখে শুনে এসব হয়েছি বাকরুদ্ধ
মানতে পারেনি আমার অবুঝ হৃদয়,
অত:পর অনেক কষ্টে মেনে নিয়েছি পরাজয়।
কবি:- সাইফুন্নাহার শিউলি
প্রতিবেদক: তৌফিকুর রহমান তাহের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.