আমিরাবাদ ইউনিয়নের কুখ্যাত ডাকাত শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি চাঁদাবাজ দখল বাজ সোনাগাজী মডেল থানার পুলিশের হাতে আটক

- আপডেট সময় : ১০:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী,জেলা স্টাফ রিপোর্টার: আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুখ্যাত ডাকাত শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি চাঁদাবাজ নব্য/ দখলদার সন্ত্রাসী নামঃ বেলাল প্রকাশ ডাকাইত বেলাল সোনাগাজী মডেল থানার পুলিশের হাতে আটক।
আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুখ্যাত ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি,চাঁদাবাজ, নব্য/ দখলদার সন্ত্রাসী নামঃ বেলাল প্রকাশ #ডাকাইত বেলাল সোনাগাজী মডেল থানার পুলিশের হাতে আটক–
দিঘির পাডের শীর্ষ সন্ত্রাসী-সকল অপকর্মের মূল হোতা এই চোরা বেলালাইল্লার গ্রেফতার খবর শুনে পূরো এলাকাবাসী মনে সস্তি প্রকাশ করেন।
সোনাগাজী মডেল থানার পুলিশ দিঘির পাডে জংগলে পলাতক অবস্থায় পুলিশ ও যৌথ বাহীনির বিশেষ অভিযানে এই সন্ত্রাসী বেলাল কে আটক করতে সক্ষম হয়!
আমিরাবাদের সকল অপকর্মের মূল হোতা চিহ্নিত ডাকাইত,সর্দার বিগত ৫ আগষ্টের আগে দীর্ঘ এক যুগ এলাকার বাহিরে চিলো –এলাকার বাহিরে থেকে ও ফেনী , চট্টগ্রাম,শহরের বিভিন্ন জায়গায় চুরি, চিন্তায়, অপহরণ, এগুলো করে বেডাইতো ‘ এলাকার সকলে জানেন!
৫ আগষ্টের পরে এলাকায় আসি বেপরোয়া হয়ে উঠছে এই বেলাল –আগের মত সকল মাঁদক ব্যবসা,চুরি,ডাকাতি,সাধারণ মানুষের উপর হামলা সবকিছু করে বেড়াচ্ছে!
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রকাশ্যে জানে মারার হুমকি প্রদান করেন দীঘির পাডে বেলাল ও তাঁর সন্ত্রাসী বাহিনী কুপিয়ে মারাত্মক জখম করে এখনো তাঁরা শারীরিক মানসিক ভাবে সুস্থ হয়ে উঠতে পারে নাই!
দুঃখের বিষয় হচ্চে – এতগুলো অপরাধ চক্রের মূল হোতা এই সন্ত্রাসী বেলাল কে থানা হাজত থেকে ছাডিয়ে আনতে ৮ নং আমিরাবাদের কিছু সিনিয়র -বিএনপির নেতৃবৃন্দ থানায় তদবির চালিয়েছেন। এটা আপনাদের কাছে আমিরাবাদের সর্ব সাধারন জনতা কোনো ভাবেই আশা করে নাই!
সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে এলাকার মানুষের শান্তি নষ্ট করবেন না- এতে করে আপনারা ও সমালোচিত হবেন !
চোর -ডাকাত – সন্ত্রাস- মাঁদক কারবারির স্থান আমিরাবাদে হবেনা ইনশাআল্লাহ
সোনাগাজী, তথা পুরো ৮ নং আমিরাবাদ ইউনিয়ন এর সকল স্তরের জনসাধারনের এর পক্ষ থেকে
ধন্যবাদ জানাচ্চি!
সোনাগাজী মডেল থানার ওসি জনাব–বায়েজীদ আকন স্যার মহোদয়কে!
সোনাগাজী আমিরাবাদ