আমার জীবন দিয়ে মানুষের সেবা করে যেতে চাই, এসএম জাহিদ

- আপডেট সময় : ০১:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

নিজেস্ব সংবাদাতা
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ব্যবস্থাপনা কমিটি মাসিক সমন্বয়ে সভার এর আয়োজন করা হয়।
রোববার দুপুর ১২:০০টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহ আলম সিদ্দিকী।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, এস এম শফিকুল ইসলাম (শফিক), মোহাম্মদ কামরুজ্জামান নাঈম ও ফরিদ আহমেদ, উপস্থিত ছিল সকল কর্মকর্তাগণ ব্যবস্থাপনার কমিটির সদস্যগণ সহ দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম।
স্বাগত বক্তব্য মোঃ শাহ আলম সিদ্দিকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মানিকগঞ্জে ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ বলেন, আমাদেরকে রোগীর স্বাস্থ্যসেবার নিশ্চিত করতে হবে, একজন ডাক্তার তার রোগীকে সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে পারে, রোগীদের সেবা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে আইপিএস ও সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেন এবং অর্থনৈতিক সহযোগিতা করেন।