আমাদের ভাগ্য ভালো হবে কবে

- আপডেট সময় : ০৫:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী।
বাংলার জাগ্রত কবি,মোঃ শাহ্ জামান চিশতী
কবে দেশ জাতির ভাগ্য ভালো হবে। সরকারের পর সরকার,সংস্কারের পর সংস্কার। আইনের পর আইন রাজনীতি দলের বিভিন্ন পদক্ষেপ কৌশল অবলম্বন করা বিভিন্ন ধরনের বিদেশীদের হুমকি-ধুমকি আশ্বাস দেওয়া শেষ পর্যন্ত দেশজাতির হতাশা। কারো টাকা নাই কারো কাছে টাকা গাব পাতা বাতাসা। কারো শান্তির শেষ নাই কেহ শান্তি চোখে দেখে নাই। কেউ খায় কেউ খায় না। এই হইল বাংলাদেশের রাজনীতির ইসলামনীতির খেলা চিত্র।
এ নিয়ে কবি অলি চিন্তা করে কি হবে দেশের অবস্থা ।দোয়া করে হে আল্লাহ বাংলাদেশের সকল সমস্যা সমাধান করে দিন। যারা দেশের হাল ধরেছে তাদের সঠিক চিন্তা করার সুযোগ করে দিন ।বিভিন্ন ষড়যন্ত্র তন্ত্র মন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করেন..আমিন।
দোয়া কামনায়: বাংলার চিরন্তন গৌরব বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী।
প্রতিষ্ঠাতা চিশতিয়া দরবার শরীফ
কাঠালিয়া সদর বাইপাস
কাঠালিয়া- ঝালকাঠি।