আমজাদহাটে এতিমদের মুখে হাসি — এক বেলা তৃপ্তির আহার
- আপডেট সময় : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফনী:
ফুলগাজী ফেনী আমজাদহাটে এতিমদের মুখে হাসি — এক বেলা তৃপ্তির আহার করান।
ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তাহফিজুল উলুম মাদ্রসা ও এতিমখানায় শুক্রবার (তারিখ উল্লেখ করুন) এক অনুপ্রেরণামূলক উদ্যোগে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে এক বেলা তৃপ্তিকর খাবার পরিবেশন করা হয়।
এ আয়োজনটি সম্পন্ন হয় আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় এবং সমাজসেবক ইসমাঈল আহম্মেদ ইমনের অর্থায়নে। দুপুরে মাদ্রসা প্রাঙ্গণে আয়োজন করা এই খাবার বিতরণ কর্মসূচিতে এতিমখানার ছাত্ররা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অংশ নেয়।
এসময় আলোচিত ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান।
অর্থায়নকারী ইসমাঈল আহম্মেদ ইমন বলেন, “এতিমদের মুখে হাসি দেখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। আমি চাই, সমাজের প্রত্যেক সক্ষম মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াক।”
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।















