মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা ইয়ূথ হাবের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সহযোগিতা করেছে একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এসময় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা, ঝুড়িতে বল ছোড়া, বালিশ পাচিংসহ নানা খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান, একশনএইড বাংলাদেশ-এর ইনস্পেরিটর সুইট খান এবং প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
এ আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষরাজপুর ইউনিয়ন, পৌরসভা এবং কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
জাতিসংঘ ১৯৯৯ সালে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করে, যা প্রথম প্রস্তাবিত হয় ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব যুব ফোরামে। ১৯৯৮ সালে লিসবনে আয়োজিত যুব বিষয়ক বিশ্ব সম্মেলনে এ দিবস পালনের সুপারিশ করা হয় এবং পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৪তম অধিবেশনে তা অনুমোদিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.