নিজেস্ব প্রতিবেদক:-
স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। এর আগে গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ৬৮৭ জন যাত্রী নিয়ে যশোরের বেনাপোল থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে ছেড়ে গেল ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি।
প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রথম দিন ১০টা ০২ মিনিটে ছাড়ে ট্রেনটি।
বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। বেনাপোল থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল করবে ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন। এখন ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।
রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘শনিবার সকাল ১০টা ০২ মিনিটে প্রথমবারের মতো বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি খুলনা হয়ে যাবে মোংলায়। ২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। এর আগে গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।’
উদ্বোধনের প্রায় সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো বলে জানান এ কর্মকর্তা।
বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।
বুধবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি দুপুর ১২টা ৩৫ মিনিটে মোংলায় পৌঁছাবে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।
তিনি জানান, মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।
খুলনা-মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি জানিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালকুদার বলেন, ‘রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত ন্যূনতম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, খুলনা থেকে ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল ৮টায়। পরে সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে মোংলা পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ফেরার পথে মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।
সূত্র N.B
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.