ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু সদস্য পরিচিতি সভা ও নারী শিশু নির্যাতন দমন এবং মাদক নির্মূলে আমাদের করণীয় আলোচনা সভা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

আনুষ্ঠানিকতা ছাড়াই বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:-
স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। এর আগে গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ৬৮৭ জন যাত্রী নিয়ে যশোরের বেনাপোল থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে ছেড়ে গেল ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি।

প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রথম দিন ১০টা ০২ মিনিটে ছাড়ে ট্রেনটি।

বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। বেনাপোল থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল করবে ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন। এখন ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।

রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘শনিবার সকাল ১০টা ০২ মিনিটে প্রথমবারের মতো বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি খুলনা হয়ে যাবে মোংলায়। ২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। এর আগে গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।’

উদ্বোধনের প্রায় সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো বলে জানান এ কর্মকর্তা।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।

বুধবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি দুপুর ১২টা ৩৫ মিনিটে মোংলায় পৌঁছাবে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।

তিনি জানান, মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।
খুলনা-মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি জানিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালকুদার বলেন, ‘রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত ন্যূনতম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, খুলনা থেকে ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল ৮টায়। পরে সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে মোংলা পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ফেরার পথে মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।

সূত্র N.B

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

আনুষ্ঠানিকতা ছাড়াই বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

নিজেস্ব প্রতিবেদক:-
স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। এর আগে গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।

কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ৬৮৭ জন যাত্রী নিয়ে যশোরের বেনাপোল থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে ছেড়ে গেল ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি।

প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রথম দিন ১০টা ০২ মিনিটে ছাড়ে ট্রেনটি।

বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার। বেনাপোল থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল করবে ‘বেতনা এক্সপ্রেস’ নামে একটি লোকাল ট্রেন। এখন ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি ‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।

রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘শনিবার সকাল ১০টা ০২ মিনিটে প্রথমবারের মতো বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি খুলনা হয়ে যাবে মোংলায়। ২০২৩ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। এর আগে গত ৩০ অক্টোবর ফুলতলা থেকে মোংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।’

উদ্বোধনের প্রায় সাত মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হলো বলে জানান এ কর্মকর্তা।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।

বুধবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আবদুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শনিবার সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি দুপুর ১২টা ৩৫ মিনিটে মোংলায় পৌঁছাবে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।

তিনি জানান, মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।
খুলনা-মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি জানিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালকুদার বলেন, ‘রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত ন্যূনতম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, খুলনা থেকে ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে বেনাপোলে পৌঁছাবে সকাল ৮টায়। পরে সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে ছেড়ে মোংলা পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। ফেরার পথে মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়।

সূত্র N.B