ক্রাইম রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
যাহোক, আজ ২৯ জুন, ক্যামেরা দিবস। কবে কীভাবে এই দিবসের চল হয়েছে, তা সঠিকভাবে জানা না গেলেও দিনটি কিন্তু পালন করা যেতে পারে। ক্যামেরা কিংবা মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে পড়তে পারেন। এর পাশাপাশি শিখে নিতে পারেন ফটোগ্রাফির দুর্দান্ত কিছু কৌশল।
অনেক কথা ও শক্তিশালী লেখনীর চেয়েও বেশি ক্ষমতাবান একটি ছবি। একটি ছবি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাছে কতটা প্রাসঙ্গিক হয়ে থাকতে পারে তার অসংখ্য নজির রয়েছে ইতিহাসে ।
উদাহরণ সরূপ লিওনার্দো দ্য লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার ছবিটি শতাব্দী ধরে মানুষের কাছে যে কতটা প্রাসঙ্গিক তা ভেঙ্গে বলার অপেক্ষা রাখে না।
আর আজ (২৯ জুন) বিশ্ব ক্যামেরা দিবস । ইতিহাস বলছে, ৪০০ খ্রিষ্টপূর্বাব্দে চীনে প্রথম প্রচলন ঘটে ক্যামেরা অবস্কিউরা (প্রাকৃতিক অপটিক্যাল প্রপঞ্চ)। ১৮২৫ খ্রিষ্টাব্দে আধুনিক যুগে প্রবেশ করে ক্যামেরা। তখন ক্যামেরা অবস্কিউরা ব্যবহার করে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিপ্সে প্রথম ছবি সংরক্ষণের পদ্ধতি আবিষ্কার করেন। এরপর নানা বিবর্তনের পথ ধরে ক্যামেরা পেয়েছে বর্তমান রূপ।
যাহোক দিবসটি পালন করতে ক্যামেরা কিংবা মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে পড়তে পারেন। এর পাশাপাশি শিখে নিতে পারেন ফটোগ্রাফির দুর্দান্ত কিছু কৌশল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.