নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন তিনি।
রবিবার (৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটা থেকে আটটার মধ্যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোদির সঙ্গে শপথ নেয়ার কথা রয়েছে মন্ত্রিসভার সদস্যদেরও।
এর মাধ্যমে কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন বিজেপি নেতা মোদি।
শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে কয়েক হাজার বিশিষ্টজনকেও। এরইমধ্যে পৌঁছেছেন কেউ কেউ।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের আশপাশে বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে ‘নো ফ্লাই জোন’ হিসেবে। বিমানের পাশাপাশি ওড়ানো যাবে না ড্রোন বা ফানুসও।
নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন তিনি।
রবিবার (৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটা থেকে আটটার মধ্যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোদির সঙ্গে শপথ নেয়ার কথা রয়েছে মন্ত্রিসভার সদস্যদেরও।
এর মাধ্যমে কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন বিজেপি নেতা মোদি।
শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে কয়েক হাজার বিশিষ্টজনকেও। এরইমধ্যে পৌঁছেছেন কেউ কেউ।
এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের আশপাশে বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে ‘নো ফ্লাই জোন’ হিসেবে। বিমানের পাশাপাশি ওড়ানো যাবে না ড্রোন বা ফানুসও।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.