মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় এক দফা দাবীতে নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে নার্সদের পদায়নের এক দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবী করেন তারা। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স খুশি বৈরাগী, মাধবী লতা রাজিব, জুবাইদা বিনতে মিম, আয়শা আক্তার মলি, মমতা হালদার, মনিকা হালদারসহ অন্যান্যরা।এসময় উপস্থিত ছিলেন, নার্সিং সংস্কার পরিষদের উপজেলা সমন্বায়ক প্রিয়াংকা তালুকদার, নার্সিং সুপারভাইজার ভানু বিশ্বাস, নার্সিং ইনচার্জ আরতী মধু, আভা করাতী, রেবা হালদার, মাধবী গাইন, দিপালী মন্ডল, সন্ধ্যা বিশ্বাস, মমতা মন্ডল, ইতি বৈরাগী, পূর্নিমা হালদার, পলি বৈদ্য, বিথীকা হালদার, পাপিয়া বাড়ৈ, মনিকা হালদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.